মনস্কামনা
মনস্কামনা
সামনে পড়ে রয়েছে দুটো মাঠ
এক মাঠে বিশ্বমাতার পুজোর মহা আয়োজন
আর এক মাঠে বিশ্বকাপে টেকা প্রয়োজন ---
অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তান
বাংলাদেশ , আরো সব সুদূর পারের দেশ -
কেউই শত্রু নয় -- সব মিত্র দেশ
কিন্তু খেলার মাঠে সবাই প্রতিযোগী বিশেষ ।
একটার পর একটা দেশ কে কোনঠাসা
করুক ভারত - এটাই আমাদের আশা ,
সারা পৃথিবীর প্রতিটি কোণায়
ভারতীয় দের বাস
শারদীয়া পুজোর আয়োজনে উঠেছে উচ্ছ্বাস --
যেমন করে উনেস্কোর স্বীকৃতি পাইয়ে দিলে
বাংলার পুজোয় কলকাতাকে
ঠিক তেমনি করে বিশ্বকাপের স্বীকৃতিটাও
পাইয়ে দিও ভারতীয় দলকে ---
প্রতিটি ভারতীয়ের একটাই প্রার্থনা --
জগন্মাতা , প্রার্থনা কোরো না বিফলনা
বিরাট , রাহুল , গিল , বুমরা ....
সকলের হয়ে আমরা জানাই মনস্কামনা !
