STORYMIRROR

Nilay ranjan Chatterjee

Fantasy Thriller Others

4  

Nilay ranjan Chatterjee

Fantasy Thriller Others

অষ্টমীর রাত

অষ্টমীর রাত

1 min
323


সপ্তমীর রাত ভেসেছে জন জোয়ারে

অষ্টমীর রাতও কাটবে জোয়ার প্রহরে !

লক্ষ জনতা আসবে গ্রাম থেকে শহরে

উথাল পাথাল হবে রাজপথ, অলিগলি ঘিরে !

উদগ্রীব সকলে 'মা 'র চামুণ্ডা রূপ দর্শণ তরে 

চামুণ্ডা রূপেই যে বধ করেছিলেন মহিষাসুরে !

মহিষাসুর তুলকালাম করেছিল স্বর্গরাজ্য

অতিষ্ঠ দেবতাগন লুকিয়ে সারছিলেন কার্জ !

কেউ কেউ আশ্রয় নিয়েছিলেন মেঘের আড়ালে

মহিষাসুর হুঙ্কার দিচ্ছিল একটু আওয়াজ বাড়ালে !

সকল দেবতা নিরুপায় , হলেন ব্রম্ভার স্মরনাপন্ন 

সকল দেবতার মিলিত তেজ থেকে হলো এক

                     নারী শক্তি উৎপন্ন !

জ্যোতির্ময়ী - ! তিনিই দুর্গা , দশ হাতে দশ অস্ত্রে      

                            দশভুজা

পদতলে মহিষাসুরকে রেখে করেছিলেন কব্জা !

আজ তো হাজারো অসুর দিকে দিকে

লুণ্ঠন , হত্যা , নারীকে অপমান

পদে পদে ছুঁড়ে চলেছে কত শত বিঘ্নবান !

না হচ্ছে কোন কার্জ সমাধান

পরন্তু বাধাগ্রস্থ হচ্ছে উন্নতির সোপান !

পৃথিবীর অস্তিত্ব রক্ষাই সর্ব প্রধান

কর্তব্য বলে বিবেচিত একমাত্র কার্জমান !

আজ আবার লাখো জনতা আসছে 'মা ' র কাছে 

বাঁচাও বাঁচাও বলছে ' মা 'কে

      পৃথিবী ধুলিস্যাৎ না হয় পাছে !

মা নিশ্চয় করবেন একটা সুউপায়

আমরা সবাই রইলাম সেই আশায় আশায়!!


...............................................................


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy