STORYMIRROR

Abhijit Halder

Abstract Action Inspirational

4  

Abhijit Halder

Abstract Action Inspirational

শুধু তুমি আর তোমার চোখ

শুধু তুমি আর তোমার চোখ

1 min
331

তোমার চোখের গভীরে আমি হারিয়ে যাই,
সেখানে খুঁজে পাই এক অচেনা জগৎ,
সহনশীলতার অপরূপ এক প্রতিচ্ছবি,
তুমি যেনো ধৈর্য্যের অপরিসীম সাগর।
শত দুঃখ, শত বেদনা, নীরবে সয়ে যাও,
কখনো না ফোটাও অভিযোগের বাণী,
তোমার নীরবতা যেনো এক গভীর কাব্য,
যেখানে লুকিয়ে আছে সহস্র কাহিনী।
তোমার চোখের তারায় দেখি স্বপ্নের আলো,
আশার প্রদীপ জ্বলে অমলিন শিখায়,
তুমি যেনো এক শান্ত নদীর ধারা,
যা বয়ে চলে জীবনের পথে অবিরাম।
তোমার হৃদয়ের মাঝে বাস করে মমতা,
স্নেহের পরশে জুড়ায় ক্লান্ত প্রাণ,
তুমি যেনো এক স্নিগ্ধ শীতল ছায়া,
যা দেয় আশ্রয় ক্লান্ত পথিককে।
তোমার মাঝে খুঁজে পাই এক পবিত্র সত্ত্বা,
যেখানে মিশে আছে প্রেম আর করুণা,
তুমি যেনো এক দেবী, এক মহীয়সী নারী,
যার তুলনা মেলা ভার এই পৃথিবীতে।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract