STORYMIRROR

Piyali Mukherjee

Abstract Inspirational

3  

Piyali Mukherjee

Abstract Inspirational

ভোরের  শিউলি 🌸🌼

ভোরের  শিউলি 🌸🌼

1 min
137


ঊষা এসে যেদিন

উঠানে পা রাখল..

আর সঙ্গে সঙ্গে আঁচল ভরে

ঝরে পড়লে শিউলিফুল। 

কতো আবাসন, কতো বাসাবাড়ি

ছাড়িয়ে মনে হয়

ছড়িয়ে যায় ফুলের সুবাস সুগন্ধ,

কী সুন্দর ! কী আনন্দ ! 

কোত্থেকে খাতায় টুকে নিয়ে এলো যেন

নতুন সংবাদ- তত্ত্ব।

সাদা আর কমলায়

শরতের অমল ধবল পালে লাগলো হাওয়া।

এলো যেন শুভ্রবসনা গৌরী, যেন

শান্তি, মৈত্রী, নিষ্ঠা আর নির্মলতার প্রতীকরূপিণী।


ঠিক তখনই 

সুখ দুঃখ আলস্য ত্যাগে

আর মুগ্ধবোধে 

দূরের কাছের স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনিতে

লাগলো সুর,

সুরে সুরঞ্জিত হয়ে উঠলো দশদিশ।

সারারাত ধরে পড়ে থাকা 

বিভোর ভোরের শিউলির সৌন্দর্য্যে

ভরে উঠলো প্রাণ-মন,

মনে হলো শুধু 

তুমি সত্যিই সুন্দরী!


অন্ধ হয়ে উঠলো চিত্ত 

আলোর গন্ধও

নিতে ভুলে গেলাম , 

সর্বময়ীর রূপের ছটায়

চোখে লাগলো ধন্ধ!

ঐ ধন্ধের সামনে দাঁড়িয়ে অবাক হলাম !

ঘুম থেকে জেগে উঠলাম। 

কী সুন্দর, কী আনন্দ ! 


সেই সব কুসুমকোমল সময়খণ্ড;

সেগুলোই একান্ত আমার

তার বেশি কিছু নয় তো আর! 

ফুটলো ভোরের শিউলি

পড়লো শিশির বিন্দু

ভেজা ভেজা আনন্দ,

আর কিছু ভেজা স্মৃতি।

তাই.....

আমার পুজো অন্য পুজো

তোমার মতো না ,

দিন যাপনের সঙ্গে মিশে

সকল যাতনা।


জীবনের দ্বন্দ্বে আমার 

লড়াই চিরকাল

'কোথায় পাব' আর শুনি 'নেই'

সন্ধ্যা বা কি সকাল।

তাই ....

আমার পুজো অন্য পুজো

তোমার মতো না।

আড়ম্বরে থাকুক চাপা

সকল যাতনা।।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract