STORYMIRROR

Sunanda Chakraborty

Abstract Inspirational Others

3  

Sunanda Chakraborty

Abstract Inspirational Others

দুর্গতিনাশিনী

দুর্গতিনাশিনী

1 min
131

চারিদিক উঠেছে সেজে ,

উমার আগমনে ।

লালটুকটুকে সাজ,

জড়িয়ে আছে মনে প্রাণে ।


কখনো সে রক্ত চক্ষু,

দুর্গতিনাশিনী,

কখনো আবার অশুভ 

বিনাশকারীনী।


তোর দশ হাতে মা,

দশ অস্ত্রের সমাহার,

কালী হয়েও তুই,

রক্ত যে করেছিস আহার ।


অসুরের দল ভয়ে ভীত

তোর নানা রূপ নানাভাবে দেখেই,

চামুণ্ডা মা তুই ,

অষ্টমীর সন্ধিক্ষণ তোকে সামনে রেখেই ।


একশো আট পদ্মের মালা,

তোর কণ্ঠেই সাজে,

লাল বেনারসি

ভরাই তোকে লাজে।

     



Rate this content
Log in

Similar bengali poem from Abstract