STORYMIRROR

Doyel Kar

Abstract Inspirational Others

4.0  

Doyel Kar

Abstract Inspirational Others

দুর্গোৎসব

দুর্গোৎসব

1 min
209


ঢাকের পিঠে পড়লো কাঠি

মাঠে মাঠে কাশ ফুল,

নীল আকাশের ওই তুলো মেঘ

ফুটে উঠেছে শিউলি ফুল।

আগমনীতে মা আসছে ঘোড়ার পিঠে চড়ে,

সঙ্গে আছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ

আসছে হেলেদুলে।

পূজার কদিন বেজায় খুশি চারিদিকে পূজার ধুম,

ছোটদের কলরবে মেতে ওঠে পূজার মরসুম।

নতুন নতুন জামা কাপড়

নানান প্রতিমা দেখা,

কোনটার থেকে কোনটা সেরা

এটাই তো সবার দেখার।

মা আসেন শুভ বার্তা নিয়ে ঘরে ঘরে আনন্দ উৎসব,

ধনী দরিদ্র নির্বিশেষে সবাই ঘোরে মন্ডপে মন্ডপ।

সুখ দুঃখ সবার আছে অনেক কষ্ট হৃদ মাঝারে,

দেবী বন্দনায় মাকে বলি সকল কষ্ট নির্মূল করো,

মা মঙ্গল কর, কল্যাণ কর মনেতে শক্তি দাও।

পূজার কদিন বেজায় খুশি চারিদিকে কোলাকুলি।

দেখতে দেখতে চার দিন পার

মায়ের ফিরে যাওয়ার পালা এবার,

শুভ বিজয়ার সিঁদুর খেলায়

মা ফিরে যাবে সবার মন ভার,

আর

মাত্র ক্ষণিক সময় তারপর মায়ের ভাসান।

মন চায় না যেতে দিতে তবু মাকে ফিরতে হবে,

শেষ বেলায় সবার চোখেতে জল

আর দুটো দিন থাকলে কি হতো মা বল?

মা কহে "মন খারাপ করিসনে তোরা

আমি তো আছি সবার ঘরে ঘরে,

প্রতি নারীতেই আমার বাস নারী শক্তিরূপে।

কল্যাণ হবে, মঙ্গল হবে যদি মনটা রেখো শুদ্ধ,

সৎ পথে চলো, অন্যায় রুখে ধরো,

অসহায়ের সাহায্য করো, তবেই সমাজ হবে পবিত্র।

যদি সংকট বাড়ে আবার অধর্ম ছড়িয়ে পড়ে

পাপের বিনাশ করিতে আবার আসিব নবরূপে,

কখনো মানুষ রূপে, কখনো পশু রূপে, কখনো বা প্রকৃতি হয়ে।

সর্বত্র আমি থাকিব সবার মধ্যে ,

আমি যে জগৎ জননী আমাকে তো আসতেই হবে।"

উল্লাস শঙ্খ ধ্বনি শুরু

হাসিমুখে শুভযাত্রা জানাতে হবে

মা তুমি আবার ফিরে এসো, নিয়ে এসো আনন্দ উৎসব।

তোমার প্রতীক্ষাতে রইলাম মোরা

আবার এসো আগামী বছর।

বলো দুর্গা মা কি জয়।।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract