STORYMIRROR

Doyel Kar

Abstract Others

3  

Doyel Kar

Abstract Others

ভূগোলক

ভূগোলক

1 min
134

সবুজে সবুজ অরণ্য

সবুজের মাঝে চক্ষু শান্ত,

শিশির কুয়াশার আবছায়া

মনে আনে প্রশান্ত।

ভোরের কুহু কুহু কোকিলের ডাক

প্রকৃতির মধ্যে আনে স্নিগ্ধতার ছাপ,

বন্যপ্রাণী করে কোলাহল

যেন প্রকৃতির গভীর অন্দর মহল।

সূর্যের কিরণ যেন বাড়ায় সময়ের গতি,

প্রত্যেকে কাজে যায় ধীরে ধীর গতি।

চিতা যায় শিকারের আশায়,

হরিণ চায় সুন্দর ঘাস,

কাঠবেড়ালি যায় ফলের আশায়,

ঘুমন্ত শিয়াল যায় নিজের বাসায়।

একে একে সবাই ব্যস্ত বয়ে যায় সময়,

দিনশেষে সেই ফেরার ব্যস্ত কাটে না যেন সময়।

দিন দিন চলে একই রুটিন

একইভাবে হয় পথ চলা,

কখনো ভালো কখনো খারাপ

এইভাবে চলে জীবনের খেলা।

জীবনটা যে বড়ই অদ্ভুত মানুষ হোক বা প্রাণী,

জঙ্গল হোক বা সমুদ্র হোক সবই যে প্রকৃতির কাছে দামি।

সবই চলে সুন্দর শৃঙ্খলায় ভঙ্গ করে কিছু লোক,

নিজেদের লালসা পূরণে ধ্বংস করে ভূগোলক।

সব শাস্তি পাবে একদিন

অপেক্ষা কর বসে,

একদিন সব ধ্বংস হবে

থাকবে না কিছু ভূগোলকে।।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract