STORYMIRROR

Doyel Kar

Abstract Fantasy Others

3  

Doyel Kar

Abstract Fantasy Others

সম্বল

সম্বল

1 min
7

ফেলে আসা দিনগুলো বড়ই মধুর,

সেই ছোট ছোট পায়ে হেঁটে চলা,

সেই মধুর ডাকে মা বাবা বলা,

সেই অতীত ছিল বড়ই মধুর।

ছোট ছোট সেই চেষ্টাগুলোই ঢাল ছিল মা বাবা,

ছোট ছোট সমস্যার সাথে সঙ্গে ছিল মা বাবা,

ছোট ছোট ইচ্ছে গুলো পুরনে ছিল মা বাবা,

ছোট ছোট সাফল্যের পেছনে ছিল মা বাবা।

সব আনন্দে মা বাবা,

হাসি কান্নায় মা বাবা,

দুষ্টুমিতে; সুখে দুঃখেও মা বাবা,

আজকের দিনে বোঝাও সেই মা বাবা।

একসময় চলতো না যাদের ছাড়া,

আজকে তাদের জীবন ছন্নছাড়া,

বৃদ্ধ বয়সে যেন কুকুরছানা,

বহিষ্কৃত যেন কচুরিপানা।

চোখে আসে জল নেই সহায় সম্বল,

সব বিলিয়ে দিলাম তবু কি চাই বল?

বৃদ্ধ মা বাবা মোরা; মুখাগ্নির সন্তানই সম্বল,

হাজার হোক সন্তান মোর চাইবো মঙ্গল।।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract