STORYMIRROR

SUSHANTA KUMAR GHOSH

Abstract Classics Inspirational

3  

SUSHANTA KUMAR GHOSH

Abstract Classics Inspirational

এই পৃথিবীটাই ভালো জায়গা

এই পৃথিবীটাই ভালো জায়গা

1 min
131

এই পৃথিবীটাই ভালো জায়গা 

সুশান্ত কুমার ঘোষ


এই পৃথিবীটাই ভালো জায়গা।

খোকনরে-অবোধ আমার ,

সেই জন্যেই তো তোকে এখানে এনেছি।

ফুল এখানেই ফোটে,

গিরিশৃঙ্গের তুষার কীরিটে স্বপ্ন পরীরা

এখানেই তো স্বাতী নক্ষত্রের জলে স্নান করে ।

বৃষ্টি ভেজা পথ,

জ্যোছনামাখা রাত

আর কোথায় পেতাম বল?

আসলে তোর চারপাশে যা কিছু আবিলতা

সে আমার মুদ্রাদোষ!

আমার মুদ্রাদোষেই আমার থেকে

আমি পৃথক রে খোকন!

সব পেয়েছির জাদুকাঠি হাতে পাওয়ার

দুর্নিবার মোহ আমার বুকের নীচে!

তার সঙ্গে দ্বন্দ্ব আমার নিত্যকাল।

আমি হেরে যাই খোকন,

আমি হেরে যাই!

তাই এত রক্ত ! তাই এত মৃত্যু !

তাই এত বারুদ-বোমা-যুদ্ধ !

আমিও চাঁদ ভালোবাসি ,

ভালোবাসি ফুল;

ভালোবাসি তোর হাসি।

খিদের যাতনা আমার জঠরও জানে,

মৃত্যুবেদনার তীক্ষ্ণশেলের ধার কী তীব্র

তার অনুভূতি আমার বত্রিশ নাড়ি-মজ্জায়!

কান্নারা আমাকেও কাঁদায়!

কিন্তু কাঁদতে পারিনা!

আমি চাই-

আমিও ককিয়ে কাঁদতে চাই!  

কিন্তু পারিনা!

জানিস-

বুকের নীচে কি যেন ঝলসে ওঠে-

খতম-ফায়ার-আর্ন-

অধীশ্বর,ত্রিভুবনের অধীশ্বর !

আমি হেরে যাই খোকন ,

তার কাছে আমি হেরে যাই!

তাই এত রক্ত !তাই এত মৃত্যু!

তাই এত বারুদ-বোমা-যুদ্ধ!

প্রতিরোধের অঙ্গীকার তোকে করাবোনা

প্রতিবাদের মশাল দোবোনা তোর হাতে।

শুধু ভিতর বাহির এক হোক তোর-

এটাই চাইব!

তুই এক , তুই অভিন্ন!

বহুধা বিভক্ত আমি!

আমার নিশ্চিত পতনের পর –

চিতাকুন্ডে জল ঢেলে

পিছন ফিরে দেখিস

এই পৃথিবীটাই ভালো জায়গা।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract