STORYMIRROR

SUSHANTA KUMAR GHOSH

Abstract Inspirational

3  

SUSHANTA KUMAR GHOSH

Abstract Inspirational

বেহিসাবি

বেহিসাবি

1 min
5


জীবন যখন পুড়তে থাকে দুঃসময়ের তাপে

সবাই তখন সঙ্গ ছেড়ে পালায় ধাপে ধাপে

একটা নারীই মরার আগে সঙ্গ ছাড়ে না

সে যে তোমার গর্ভে ধরা লালন করা মা !

সবাই নিজের স্বার্থ বোঝে লাভের হিসেব রাখে

পায় যেটুকু বিনিময়ে সেটাই দিয়ে থাকে

দেওয়া নেওয়ার তুল্য মূল্য সমান হওয়া চাই

বিশ্ব মাঝে বে- হিসেবী আছেন কেবল মা- ই!

সুজন? তা সে যার মত হোক মায়ের মতন নয় !

এই নিখিলে তিনিই কেবল চান না বিনিময় !

সব প্রিয়জন দেওয়া-নেওয়ার হিসেব লিখে রাখে

হিসেব দিয়ে যায়না মাপা মায়ের মমতাকে !

যতই পাষাণ হোক না ছেলে যতই কুলাঙ্গার

যতই তাকে করুক ঘৃণা জগত ও সংসার ,

অচ্ছুৎ জ্ঞানে সবাই তাকে যতই ফেলুক ছুঁড়ে

মা যে তাকে আগলে রাখে আপন অন্তঃপুরে ।

যতই থাকুক দেশান্তরে মাকে থাকুক ভুলে

তবুও যে সে নিত্য জাগে মায়ের চোখের জলে ,

মায়ার পাকে জড়িয়ে তাকে স্নেহের আঁচল ঢেকে

চিরটা কাল যত্ন করে বুকের মাঝে রাখে ।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract