বিশ্বরূপ
বিশ্বরূপ
বিশ্বরূপ
সুশান্ত কুমার ঘোষ
বিশ্বরূপ দেখার জন্য দিব্যচক্ষুর দরকার হয় না,
আমার এই মানুষের চোখ দিয়েই
দিব্য বিভূতির অপ্রমেয় স্বরূপ
নিরীক্ষণ করতে পারি।
সেই দুর্নীরিক্ষ্য দিব্য রূপ উদ্ভাবনের জন্য
কৃষ্ণের শরীরেরও প্রয়োজন হয় না।
আটপৌরে শাড়ির আঁচলময়
তেল হলুদের ছোপ লাগা ঘোমটা ঢাকা নারীর মধ্যেই উদ্ভাসিত হয়ে ওঠে শৌর্যময় বিশ্ব।
আমার যখন বিশ্বরূপ দেখার ইচ্ছা হয়
আমি মায়ের সামনে এসে দাঁড়াই,
সেখানেই দিব্য বিভূতিপূর্ণ ঐশ্বর্যময়
ব্রহ্মাণ্ডটা দেখতে পাই।
