আমার বাংলা
আমার বাংলা
যেখানে সবুজের বনে
হৃদয় হারায় ক্ষণে ক্ষণে
যার রূপ দেখে চেয়ে থাকি
কবি হয়ে যাই আনমনে।
যেখানে রূপের অঞ্জলী হাতে
ভালোবাসা দাঁড়িয়ে আছে খুব কাছে
হাত বাড়িয়ে তাকে ধরতে গিয়ে
নিজেকে পাই লাল-সবুজের আল্পনাতে।
এখানে পাহাড়ের সবুজের খেলায়
কে যেন ডাকে আমায়
ঘুম ভাঙানী গানের বেলায়
আয় আয় ওরে আয়----।
আমি তাই হৃদয় হারাই বারবার
এখানে রূপের পারাপার
মাটি আর মানুষের গন্ধ মিশে
একাকার হয়ে গেছে এই বাংলার।
