STORYMIRROR

Manjula Acharya

Inspirational

3  

Manjula Acharya

Inspirational

আদিত্য এল ওয়ান

আদিত্য এল ওয়ান

1 min
165

চন্দ্রযান তিনের সফলতার পরে

আদিত্য এল ওয়ান উৎক্ষেপণ 

শ্রী হরি কোটা স্পেস সেন্টার থেকে

দুই সেপ্টেম্বর সূর্য অভিযান ।

লক্ষ্য স্থলে পৌঁছবে আদিত্য এল ওয়ান

একশো কুড়ি দিনে

১৫ লক্ষ কিমি দূরতা অতিক্রম করে

ইস্রোর সূচনানুসারে ।

ষোলো দিনে পাঁচবার প্রদক্ষিণ করে

পৃথিবীর চতুর্পার্শ্বে 

নিজের কক্ষপথ প্রসারিত করে

অগ্রগতি লক্ষ্য আশে 

একশো পঁচিশ দিনে পৌঁছে

 লগরাজ পয়েন্টার

একটি হ্যালো অর্বিটে প্রদক্ষিণ করবে

 লগাতার পাঁচ বছর ।

সূর্য সম্পর্কিত বিভিন্ন তথ্যকে

সংগ্রহ করবে ধীরে ধীরে

সূর্যের বিভিন্ন স্তর সৌর পবন

আলোক রশ্মির সম্পর্কে ।

সূর্যের ফটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার

বাহ্য স্তর অনুধ্যান

সৌর ঝড় ,চুম্বকীয় ক্ষেত্র তথা

প্লাজমা সম্পর্কিত জ্ঞান।

সাতটি পে লোড যন্ত্র লাগানো আছে,

আদিত্য এল ওয়ানের সাথে

প্রথম স্পেস অবজারভেটর ভারতের

PSLV-C57 রকেটের সাহায্যে।

পৃথিবীর সাথে চন্দ্রের ফটো তুলে

আদিত্য এলওয়ান যন্ত্র

পৃথিবী থেকে পনেরো মিলিয়ন দূর হতে 

সেলফি ফটো প্রেরণ।

সতীশ ধাওন লঞ্চ প্যাড থেকে

উৎক্ষেপিত আদিত্য এল ওয়ান

সফলতার পথে এগিয়ে চলেছে

ভারতের প্রথম সৌর মিশন ।।



Rate this content
Log in

Similar bengali poem from Inspirational