সুনামীর কাব্য
সুনামীর কাব্য
দাসত্বের অনুভূতি নিঃস্ব করে সৃজনের শিকড়, পরগাছার লোলুপ রসপানে বেদনার শুষ্কতা, নভশ্চর সভ্যতা কি শুধু ভেসেই বেড়াবে? দিনাতিপাতের লজ্জায় দিনলিপি নিষ্প্রভ, অমলকান্তির ইচ্ছেগুলো মরচেতে বেহাল, অথচ ইচ্ছের স্বপ্নগুলো উজ্জ্বল হয়ে কাব্যে, কথারা ধারে,আড়েবহরে উন্মুক্ত তলোয়ার হয়ে, অপেক্ষা করে আছে দোয়াতে কালিতে, মুক্তির নৈবেদ্যে না হোক মুষ্ঠির আন্দোলনে, আছড়ে পড়বে সুনামী হয়ে সকল অন্তরে, স্রষ্টার নামে না হোক যূথবদ্ধ চাওয়ায়, কেউ খাটো হবে না সেই সাম্মানিক সন্ধ্যেতে।
