অবিশ্বাসী সংলাপ
অবিশ্বাসী সংলাপ
শান্ত সৌরভের গহ্বরে আপাত অশান্ত গুহামুখ,
খেদের পংক্তিমালা মাঝে মাঝে রক্ত ঝরায়,
তখন উত্তপ্ত লাভা স্রোতে ধ্বংসের নিশান ওড়ে,
মুহূর্তে খসে যায় ডিগ্রি, খেতাব,সাম্মানিক মুখোশ,
নখদন্তের আড়ালে ঘাপটি মেরে হিংস্র শ্বাপদ,
শান্তির বেড়াজাল নিমেষে ভেঙে পড়ে দুর্যোগে,
আলাদা আলাদা খোপে তখন মানুষের অবস্থান,
কোনোটা বর্ণের,কোনোটা ধর্মের,কোনোটা জাতির,
হাত বাড়াতে গিয়েও পারস্পরিক অবিশ্বাসী সংলাপ,
নিরীহ অবস্থানগুলো ঘেঁটে যায় অজানা বাতাসে,
ঝড় তোলে অবুঝ আবেগে,সর্বনেশে শ্লেষে,
পাল্টে যায় মনুষ্যত্বের অবয়ব অচেনা ক্রুরতায়।
