পুতুল খেলা
পুতুল খেলা
একটা মেয়ে চেয়ে আছে শিশুকালের থেকে,
গুটি গুটি পায়ে দেখছে তার বেশ বড় হওয়া,
পুতুলখেলার ঘটি-বাটি সবের বদলে যাওয়া,
ইজের ছেড়ে লম্বাবেণীর কোমরছাড়া দোলা,
সত্যিকারে উঁচুর থেকে আরো উঁচু চড়া,
ক্লান্ত হয়ে দিনের শেষে ঘরের পথে বাড়ায় পা।
একটা মেয়ে দেখছে চেয়ে কিশোরীবেলার ইতি,
বায়না সবই ছেড়ে কেমন মানিয়ে নেওয়ার,
আর মানানসই হওয়ার চলে নিত্য প্রস্তুতি,
মেয়েটা ভয় পায় বড় হতে আগ্রাসী চাহনি,
ওৎ পেতে থাকা হায়না সবই ভাবায় তাকে,
পাশবিকতার ভয় নিত্য কুঁকড়ে ছোট হওয়া।
একটা মেয়ে দেখছে তার পুতুল খেলার সংসার,
পুতুলগুলো কেমন চলতে,খেতে,নাইতে পারে,
সেই মেয়েটা বোঝে এবার বোঝার মত বোঝা,
পুতুলগুলো কবে আবার সত্যি পুতুল হল,
ভাবনা ভেবে না পেয়ে তাই দিনটা গড়াল,
পুতুলগুলো কেমন করে মেয়েটাকে জড়ালো।
