আটপৌরে ভাবনা
আটপৌরে ভাবনা
আটপৌরে ভাবনাগুলো ভাবতে ভাবতে কাটে বছর,
নাটুকে ভবিষ্যৎ সম্ভাবনায় গড়িয়ে চলে দিন-মাস,
খোলামকুচির জীবনে সেঁকে নেওয়া কিছু ভালোলাগা,
মরতে মরতেও যে মনটা জানান দেয় সে আছে,
কাদাখোঁচা পাখিটা বড় অস্থির হয়ে চেয়ে আছে,
ধ্রুবদী বাউণ্ডুলেপনার একটা নষ্ট জীবন আগলে,
চকমকি কষ্ঠিপাথরে সোনা চিনতে চিনতে বছর পার,
শুধু নিক্তির পাল্লাটা মনে মনে এঁকে যাওয়ার রেশ,
পাল্লাটা খোলা আছে আবেগী একটা ঝটকা হাওয়ার
রগরগে প্রতীক্ষায় দিন নেই নেই করে ঠিকই চলে যায়,
রঙিন তরলে নেশা জমে ভিসুভিয়াস বুকে নিয়ে,
বৈতরণী পারের ক্লিষ্ট চিন্তা মাঝে মাঝে দোল খায়।
