STORYMIRROR

Sutapa Roy

Fantasy

3  

Sutapa Roy

Fantasy

ইচ্ছেডানা

ইচ্ছেডানা

1 min
172


একটা মন চাই যে মনটা কে মনের আয়নায় দেখব,

একটা ক্ষণ চাই যাকে নিয়ে বাঁচার শপথ নেব,

একটা হৃদয় চাই যে হৃদয় নিয়ে স্বপ্ন গড়ব,

একটা চাওয়া চাই যাতে ইচ্ছেডানায় ভাসব,

একটা শপথ চাই যার কাছে বার বার ফিরে আসব,

একটা দোলা চাই দোল খাব হাসি নিয়ে ঝরব,

একটা দাবী চাই যার পক্ষে হাতটা তুলে বলব,

একটা দূরবীন চাই যার চোখে দূরের আকাশ দেখব,

একটা জীবন চাই যার পেছন পেছন চলতে শিখব,

একটা এমন শব্দ চাই যে যাকে আপন করব,

একটা এমন ভুল চাই যাকে নিজে শুধরে নেব,

একটা এমন বন্ধু যে চাই মনের দরজা খুলব,

একটা আলো আসুক ছটা দিয়ে আঁধার কাটব,

একটা অবুঝ সুখ চাই ঝড়ের টানে দূরে ভাসব,

একটা ইচ্ছেনদী যার বুক ভরা জলে নাইব,

একটা সত‍্যিকারের স্বপ্ন দেখতে দেখতে জাগব।



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy