সেই মন
সেই মন
তোর নাকছাবিতে ময়ূরপঙ্খী রঙ,
ভালোবাসার জল টিপ ছাপ,
কপাল জুড়ে কুচো চুলের নাচন,
আমার নাশেই লুকিয়ে আছে
তোর চিবুকের আশ,
কতকটা তুই নিজের মতো কতকটা আমার,
আমার শার্টের বোতাম জুড়ে তোর ছবি,
তোর জানলার ঘষা কাঁচে বৃষ্টি থামে,
কাল বা পড়শু তোর চোখের ঘুমে,
আমি যে ইচ্ছে করে নামি,
তোর হাসিতে মুক্ত হয়ে,
আজ ঠিক দাঁড়াস কিন্তু বুড়ো বটের তলায়,
পেছন ফিরে চোখ বুজে একভাবে,
এখনো কি দাঁড়িয়ে আছিস?
তেমনি করে অপেক্ষায়,
আমি দূরের পথে,
সেই মনেতে তুই।

