বন্ধুরা
বন্ধুরা
বন্ধুরা মানে, সবে মিলে একসাথে যোগদান।
বন্ধুরা মানে, নিঃস্বার্থ ভাবে নিজের বলিদান।
বন্ধুরা মানে, নূতন স্বপ্ন দেখার একরাশ আশ্বাস।
বন্ধুরা মানে, চিন্তাহীন চোখ বন্ধ করা বিশ্বাস।
বন্ধুরা মানে, কতশত নানা স্মৃতির পাহাড়।
বন্ধুরা মানে, খুশি আর আনন্দের কোষাগার।
বন্ধুরা মানে,আলুকাবলি,ফুচকা আর ঝাল মুড়ি।
বন্ধুরা মানে, সারাক্ষণ আড্ডাবাজি আর দৌড়াদৌড়ি।
বন্ধুরা মানে, নয় রাগারাগি বা অভিমানের ফল।
বন্ধুরা মানে, রাগ এক নিমেষেই হয়ে যায় জল ।
বন্ধুরা মানে, স্কুলে যাওয়ার পথে আড্ডা মারা।
বন্ধুরা মানে, এক অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়া।
বন্ধুরা মানে, প্রানোচ্ছল আর হাসিখুশি থাকা।
বন্ধুরা মানে, একসাথে বসে সুখের ছবি আঁকা।
বন্ধুরা মানে, জীবনের সবচেয়ে সুন্দর খেলার সাথী।
বন্ধুরা মানে, একে অন্যের পাশে থেকে একসাথে বাঁচি।
বন্ধুরা মানে, সকল বিপদ আপদের সঙ্গী।
বন্ধুরা মানে, একসাথে ভালো থাকার ভঙ্গি।
বন্ধুরা মানে, বিপদে পড়লেও মুখে থাকে হাসি।
বন্ধুরা মানে, মজার ছলে বাজায় আনন্দের বাঁশি।
বন্ধুরা মানে, জীবনের সুন্দর সব মুহূর্ত।
বন্ধুরা মানে, একসাথে চলার স্মৃতির আনুগত্য।
বন্ধুরা মানে, নিজেদের ব্যস্ত আর হাসিখুশি রাখা।
বন্ধুরা মানে, সুখ-দুঃখ নিজেদের মধ্যে ভাগ করা।
