মানবতাবোধ
মানবতাবোধ
আমাদেরই তৈরী করা আজকের এই সমাজ,
নিজেদের মতো বানিয়ে নিয়ে আমরা করি রাজ।
পরোয়া করিনা নিয়ম কানুনে, নেই সৌষ্ঠবতার তাজ,
মুখ দেখাতে নেই কোনো ভয়, চোখেতে নেইকো লাজ।
জানি যে মোরা নির্ভরশীল একে অন্যের 'পরে,
সংঘবদ্ধ থাকতে পারি সহযোগিতার জোরে।
প্রকৃত ধর্ম পালন করা জনতার সেবা করে,
বিবেক মোদের জাগ্রত হোক কঠিন হৃদয় জুড়ে।
অন্যের যতেক কল্যাণ তরে আপন নিষ্ঠা রাখো,
সমাজটাকে সুন্দর করার সুযোগ ছেড়ো নাকো।
অভিপ্রায় পূরণে যদি সুকর্ম করে দেখো,
প্রশান্তিতে ভরবে হৃদয় মনেতে সাহস রাখো।
