ভবিষ্যত গড়বে যারা
ভবিষ্যত গড়বে যারা
হে ভবিষ্যত গড়ার কারিগর ,
তুমি বরং কবিতা চয়ন কর,
শব্দের ভাঁজে কবর দাও শত হতাশা ব্যর্থতা গ্লানি।
প্রয়োজনে গলা ছেড়ে উজ্জীবনী গান গাও,
তোমার গিটারের ঝংকারে বিদীর্ণ করে দাও
এই আঁধার জমা কঠিন নিষ্ঠুর সময়ের বুকখানি।
তবু তুমি বিনা যুদ্ধে হেরো না- নেশায় মজো না,
তুমি কখনও হয়োনা লোভে পড়ে বিপথগামী।
তুমি তো হলে মানবতার দর্পণ-
কেন ধ্বংসে নিজেকে করবে সমর্পণ,
জীবনের প্রতিটা মুহুর্ত তোমার কাছে অনেক দামি।
তুমি তো তাদের সহোদর ,
যারা বুকের রক্তে লিখে গেছে মানবতার শ্লোগান।
আত্মবিশ্বাসকে আজ আঁকড়ে ধরো-
নিজের শিরদাঁড়ায় শক্তি সঞ্চয় করো,
লড়াকু হাতেই উড়াও আজ জীবনের বিজয় নিশান।
পেছনে যদি ফিরে তাকাও তবে দেখবে কৃচ্ছসাধন,
আর তার উত্তপ্ত প্রেরণা রক্তে তোলে আন্দোলন।
যুবক তুমি এগিয়ে যাও,
আজ প্রেমিকার পিছুটান নয়-
বদলে সাথে নাও শুভ শক্তির পথের ভাবনা।
তবু হয়োনা বিপথগামী-
হাতে তুলে নিও না অস্ত্র গোলাগুলি ,
বরং তোমার শানিত কলমকে তুমি অস্ত্র বানাও,
শব্দশরের ঘায়ে চূর্ণ কর সমাজের সকল কালিমা।
