কেমনে বল?!
কেমনে বল?!
মেয়ে মানেই রাজনীতির বোঝে না গেঁড়াকল,
তবে দেশের রাষ্ট্রপতি মহিলা কেমনে বল?!
মেয়ে মানেই নিরক্ষর, গোবরে ঠাসা মাথা,
তবে দেশের সিভিল সার্ভিসে মহিলা কেমনে প্রথম আসার কথা?!
মেয়ে মানেই অঙ্কে ভয়, হিসেবে বড়ই কাঁচা,
তবে দেশের অর্থমন্ত্রী নারীর কোন রূপের খাঁচা?!
মেয়ে মানেই ঘরকুনো, যাবে না বাড়ির বাইরে,
তবে জাতিসংঘে দেশের প্রতিনিধি মহিলা কেমনে হয়রে?!
মেয়ে মানেই দুর্বল, কেউ করে না দাম,
তবে বক্সিং - এ কেমনে আসলো মেরি কমের নাম?!
মেয়ে মানেই নিষ্ঠুর, অপবাদে ভরা,
তবে সেবায় কেমনে পূর্ণ মাদার তেরেসার ঘরা?!
মেয়ে মানেই স্বল্প স্বপ্ন, আকাশ ছোঁয়া বারণ,
তবে মহাকাশে কেমনে ঘটলো প্রথমে মহিলার বিচরণ?!
মেয়ে মানেই বুদ্ধি আর ক্ষমতা দুয়ের বড়ই অভাব,
তবে অহিল্যা বাই হোলকর আর ঝাঁসি রানী কেমনে ফেললো ইতিহাসে প্রভাব?!
নারী মানেই হোক তার অধিকার খর্ব,
তবে কেমনে হয় স্থান তোর ওই নারীর গর্ভ?!
নারী মানেই দুর্বল, নেই তার শক্তি,
তবে সেই শক্তির জন্যে কেমনে করিস ওই দেবীর-ই ভক্তি?!
নারী মানেই সামলাবে হেঁশেল, দরকার নেই শিক্ষা,
তবে কেমনে করিস শিক্ষার দাবি সরস্বতীর কাছে ভিক্ষা?!
নারী মানেই পরের ধনে জীবনযাপন করে,
তবে কেনো নজর তোর ওই লক্ষ্মীর-ই বরে?!
নারী মানেই দশভূজা, মহিষাসুরমর্দিনী,
নারী আজ আর যে নেই চার দেয়ালের বন্দিনী।।
নারী তবুও একা আজও, চারি পাশে দানব,
নারীর সফলতায় হন না একবার প্রগতিশীল মানব!!
