সময় বয়ে যায়
সময় বয়ে যায়
কিছু গান আছে শুধু চোখের জলে ভেজা থাকে,
কিছু স্মৃতি মনে শুধু অনুভবে ভরে থাকে,
কিছু কিছু কথা বুকের ভেতর অবচেতন থেকে যায়
তবু তারা ভাষায় প্রকাশ পায় না!
আজও কিছু আলো আঁধারকে আঁকড়ে ধরে বেঁচে থাকে।
অন্যরা ভালো থাকবে বলে...আজও কিছু প্রাণ সারাটা জীবন জুড়ে শুধু বোঝা বয়ে বেড়ায়...
তবু সময় বয়ে যায় ,বয়ে চলে তার আপন মহিমায়!
