STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract Inspirational Others

3  

Partha Pratim Guha Neogy

Abstract Inspirational Others

প্রিয় বন্ধু, তোমায়

প্রিয় বন্ধু, তোমায়

1 min
0

প্রিয় বন্ধু , তোমায় আজ বলছি,

তুমিই আমার জীবনের প্রেরণা ;

তোমার কাছে জীবনের লক্ষ্য পেয়েছি ,

শিখেছি কত কি জানা অজানা ।


বন্ধু তুমি আমার শৈশব থেকে 

বহুদিন আছো আমার পাশে ,

ধন্য ও তৃপ্ত বন্ধু তোমায় পেয়ে 

তোমায় গভীর ভাবে ভালবেসে ।

আমায় ভুল বুঝে তুমি অনেকবার

গিয়েছো অনেক দূরে সরে ,

মনে পড়লেই স্মৃতি ছোট্ট বেলার

আবার এসেছো তুমি ফিরে ।

তুমি ছিলে খেলার সাথী আমার

লেখাপড়ায় ছিলে প্রতিদ্বন্দ্বী ,

লড়াই ঝগড়া করেছি দুজনে বহুবার 

দিনশেষে আবার হয়েছে সন্ধি ।

লেখাপড়া, দুষ্টুমিতে আমরা দুজন

এলকায় ছিলাম সবার সেরা ,

গরীব দুঃখীর সেবায় ছিলো মন 

চেষ্টা দুজনের যতটুকু যায় পারা ।


কর্মব্যস্ত জীবনে বন্ধু তোমার সাথে

নেই যোগাযোগ বহুকাল ,

বন্ধু, প্রার্থনা করি ঈশ্বরের কাছে 

তুমি ভাল থেকো চিরকাল ।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract