আশার আলোয়
আশার আলোয়
দিশেহারা এক পথের যাত্রী আমি এখন
দিবারাত্রি ছুটছি কিসের করতে অন্বেষণ।
দুঃখের কাঁটা বিছানো পথে চলা আমার নেশা
গাঢ় অন্ধকার ভবিষ্যত,খুঁজে পাই না পথের দিশা।
আজ পরাজয়ের প্রকাশে আমার লজ্জাবনত মুখ
এই হতাশ জীবনে কষ্টের দু'ফোঁটা অশ্রু দেয় মনে সুখ।
কখনও কখনও দাবদাহে ঘামঝরা অলস ক্লান্ত দুপুর,
তখন সাহস দিতে এগিয়ে আসে খাঁ খাঁ কড়া রোদ্দুর।
হৃদয়ে দুঃখের বার্তা যেন আজ বয়ে আনছে এই পবনে
তারই প্রাবল্যে মন অগত্যা নিকষ আঁধারে সন্ধ্যা লগনে।
হঠাৎ চলতে চলতে নিমেষেই হারিয়ে ফেলি সেই পথ
পরাজয় বুঝে অট্টহাসি দিয়ে চলে যায় বিফল মনোরথ।
ক্লান্ত, পরিশ্রান্ত, গোধূলি লগনে জীবনে ফেরার কারণে
পরাজিত দিশাহীন দেহ চলে কোন নতুন সূর্যের সন্ধানে।
চারিদিকে আশার আলোয় খুঁজে চললাম অমূল্য সুখ
কিন্তু দেখে চারিধারে নিকষ কালো, মলিন হলো মুখ।
