শূন্যতা
শূন্যতা


বসন্ত এসে গেছে, তবু কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে ,কদিন আগেও শিমুল ও পলাশ এর রঙ ছিল গাঢ় ,আজ মৃত্যুর রঙে তার বড় ফিকে।
কদিন আগেও কোকিলের গানে মনে বড় দোলা লাগত, আজ ধূসর মরুভূমির শূন্যতা বড় অহংবোধে আমরা বলি
"মানুষ আমরা নহি তো মেষ"সে আপ্তবাক্য আজ মিথ্যে-------------
দন্তনখরহীন অকোষীয় জীব এর করালগ্রাসে কয়েকদিনের ব্যবধানে চলে গেছে প্রায় একুশ হাজার তাজাপ্রাণ পৃথিবীর গ্রহ থেকে গ্রহান্তরে বিজয়কেতন উড়িয়েছি আমরা,আজ আণুবীক্ষণিক জীবের আক্রমণে গুহা যুগ থেকে মহাকাশ যুগে দর্পদলিত মানবসভ্যতা ধসে পড়তে চলেছে, গায়ের রং হয়তো আলাদা দেশ হয়তোবা ইতালি-স্পেন আমেরিকা বা ইংল্যান্ড তবু ছোট ছোট চাওয়া পাওয়া সুখ দুঃখ এগুলো বাঁচানোর তাগিদে আসুন আজ একত্রিত হই হাতে হাত না রেখে গৃহবন্দী হয়ে গড়ে তুলি মানব শৃংখল, বিশৃংখলার আঘাতে চূর্ণ বিচূর্ণ হবে বিধ্বংসী বীজানুর আকার, জয় মানবসভ্যতা, জয়স্তু।