STORYMIRROR

Sriparna Sarkar

Abstract Fantasy Inspirational

3  

Sriparna Sarkar

Abstract Fantasy Inspirational

মা দুর্গা

মা দুর্গা

1 min
460


শরৎ কালের কাশের বনে 

লাগল ছোঁয়া আজ,

আসছেন মা ধরাধামে

ফেলে সকল কাজ,

ভাইরাসের প্রকোপেতে

সবাই ঘরে বন্দী,

ভয় পেলে চলবে নাকো       

করতে হবে  সন্ধি,           

নেই যে তেমন সাজেের বাহার

বিজ্ঞাপনের মেলা,

পূজোয় এবার ঘুরতে হবে

একলা একলা।

মা আসবেন এই ভেবে যে

ঢাক বাজজে মনে

যদিও সকলে কোণঠাসা,

নিজের  ঘরের কোণে।

পেঁজা মেঘে আজ যে দেখি

পাল তোলা এক ছবি,

আজ আমি  হতে চাই

স্টোরিমিররের শারদ সংখ্যার কবি।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract