STORYMIRROR

Sriparna Sarkar

Classics

4.3  

Sriparna Sarkar

Classics

আসছে পুজো (শরৎকাল)

আসছে পুজো (শরৎকাল)

1 min
414


সাদা মেঘের ভেলা যে আজ

 দিচ্ছে কোথায় পাড়ি?

ওই দেখো না মাঠের মাঝে

কাশফুলেরই সারি।

মা দুর্গার আসার সময়

হল রে ভাই এখন,

নূতন জামা নূতন জুতোয়

মন ভরবে তখন।

রাখাল বালক বাজায় বাঁশি,

অচিন দেশের গাঁয়ে,

ছোট্ট মেয়ে নুপূর বাজায়

আলতা পরা পায়ে।

চন্ডীমন্ডপ সাজজে যে আজ,

 মায়ের আসার ক্ষণে,

দুঃখ সুখ আর ভালোবাসা

ভরছে মনের কোণে।

ঢাকের বাদ্যি কাঁসর ঘন্টা,

উঠল বেজে ওই

ছেলে বুড়ো আয়রে সবাই

গেলি তোরা কই?


Rate this content
Log in

Similar bengali poem from Classics