কবি তোমায়
কবি তোমায়
দুর্গম গিরি কান্তার মরু আমরা করেছি পার,
তবুও মোরা আক্রান্ত হয়েছি
বার বার শতবার।
তোমার বাণী মোদের হৃদয়ে
ক্ষতের প্রলেপ যেন,
দুর্যোগ আর মহামারী
আঘাত হানে যে কেন?
হুঁঁশিয়়ার হয়ে চলব মোরা
নিলাম আজিকে শপথ,
থাকব সদাসর্তক হয়ে
কখনো হব না বিপথ,
তোমার আশীষ মাথায় থাকুক
এই কামনাই করি,
শত বাধা বিপত্তির মাঝেও
তোমায় আজিকে বরি।