STORYMIRROR

Sriparna Sarkar

Abstract Inspirational Others

3  

Sriparna Sarkar

Abstract Inspirational Others

হৃদঞ্জলি লহ

হৃদঞ্জলি লহ

1 min
210

যাদের রক্তে ভারতভূমি উঠল হয়ে লাল,

আমরা ভারতবাসী গাহি তাহাদের জয়গান, 

বীর নেতাজীর চরন পদ্মে, 

ফুটল হাজার কমল

সেই কমলের অমল আলোয় 

আজ স্বাধীনতার আলো ঝলমল। 

দেশের মাটিকে বিদায় জানিয়ে,

পাড়ি দিলেন বিদেশ। 

বিলাসিতার মোহকে তুচ্ছ করে 

বাসলেন ভাল স্বদেশ।

ব্রিটিশরাজের মর্মমূলে হানলেন যিনি আঘাত, 

আর কেউ নন, নেতাজীই তিনি 

সেলাম তোমায় বারংবার।

কেটে গেছে কত দিবস রজনী, পার হয়েছে ঋতু,

মানুষ তাদের যৌবন থেকে বৃদ্ধে হয়েছে থিতু।

পড়েছে সবাই, পড়বে আবার, তোমার জীবনের বানীমালা,

কেমন করে ঝুলালে তুমি ব্রিটিশ সাম্রাজ্যে তালা।

উড়ছে দেখো বিজয়কেতন,

স্বাধীনতার আলো,

সকলে মিলে পণ করে আজ,

নেতাজীর পায়ে হৃদঞ্জলি ঢালো


ഈ കണ്ടെൻറ്റിനെ റേറ്റ് ചെയ്യുക
ലോഗിൻ

Similar bengali poem from Abstract