বেঁচে থাকা
বেঁচে থাকা


বেঁচে আছো? ভালো আছো তো?
কতদিন পর মনে হল তোমার কথা ,রোজকার এত কাজ সংসারের চাপে ভুলেই গেছি তোমার খোঁজ নিতে,
তুমিও তো খোঁজ নিতে পারতে ?
অবশ্য তুমি তো ওই কচি বাচ্চাটাকে নিয়ে একা ,
সাগরিকা তোমার বউ ,কবে গেছে তোমায় একা ফেলে ।
বাজারহাট ,তোমার নিজের স্কুল ,সব তোমার একার হাতে ।
আগে জান এই বসন্ত আর গ্রীষ্মের সন্ধিক্ষণে কেমন একটা গন্ধ ভেসে আসত
,এখন কেমন যেন একটা আতঙ্কের গন্ধ, মৃত্যু ঔষধ আর দুর্ভিক্ষের মিছিল,
এর মধ্যে কেমন আছো তুমি ?
রোজ মনে হয় কালকের সূর্য দেখতে পারব তো ?
দুবেলা-দুমুঠো জুটবে তো?
মাঝে মাঝে অন্তঃসত্ত্বা চিৎকার করে বলে, "আমরা বাঁচতে চাই" সত্যি বাঁচবো !
সুন্দর পৃথিবী আলো,বাতাস, ফুল সকলের সাথে বাঁচবো
হাতে হাত ধরে নয়,
হাত ছেড়ে পৃথিবীর প্রথম মানব ও মানবী আদম ও ইভ এর মত একা হয়ে।