পূর্ণ নারী দিবস
পূর্ণ নারী দিবস
বড় মনে পড়ে ছোটবেলার সেদিন, মা বাবার বকুনি ,বন্ধুদের সাথে লুকোচুরি আর গল্পের বই এর নেশা এরই মাঝে আস্তে আস্তে বড় হওয়া প্রকৃতিকে বুঝতে শেখা, ধীরে ধীরে তোমার আমার ব্যবধান জানা ,শাসনকারী ,শোষণকারী ,ভালবাসার পুজারী নিজেকে নিঃশেষ করে ,আবার কখনো গ্রহণকারী পুরুষ তুমি ,একাধারে যেমন তোমার শিবের রুদ্ররূপ ,অপরদিকে প্রেমের কাঙ্গাল তুমি কখনো নদীর মতো ভয়ঙ্কর আবার কখনো মোহনার মত শান্ত ।আজ নারী দিবসে কেন এপুরুষ বন্দনা! তুমি অর্ধ আমি অর্ধ তবেই আমরা পূর্ণ, তোমার অহংকার ধ্বংস করেছে তোমার মায়াময় দুই নয়নকে, আজ নারী দিবসে এসো কাছে, ধরো এ দুটি হাত, এগিয়ে চলো নারীর সম্মানের পতাকা বহন করে, ধন্য হোক এ নারী দিবস।