Sriparna Sarkar

Abstract Inspirational

2  

Sriparna Sarkar

Abstract Inspirational

নিস্তব্ধতা

নিস্তব্ধতা

1 min
851


স্তব্ধ নগরী নিঝুমপুরী চারিদিকে সব বন্ধ,

কোলাকুলি গেছে কবেই ছুটে মনে মনে আজ সন্দ।

ঘরের মধ্যে কুঠুরিতে আজ সৃষ্টি রয়েছে বন্দী,

অসুবিধার সাথে হাত মিলিয়ে সকলে করেছে সন্ধি।

আমি আমিভাব হয়েছে বিলীন আমরাকে আজ চিনেছে

আতঙ্ক সমস্যায় সকলে তবু কিছুতো পেয়েছে,

দিন রাতের ঘাম পায়ে ফেলে আজ চলছে প্রতিষেধকের কাজ

বেশি দেরি হলে এ পৃথিবীর মাথায় পড়বে বাজ।

বন্দী নগরী নাগপাশে আজ ঠিক যেন প্রাচীন মথুরা নগরী

কংসরাজের আকার নিয়েছে করোনার রূপে লহরী,

সকলে মিলে পেরোবে বাধা নতুন সূর্য উঠবে

বাতায়ন খুলে মুক্ত বাতাসে ঠিকইএকদিন ছুটবে।


Rate this content
Log in