নিস্তব্ধতা
নিস্তব্ধতা


স্তব্ধ নগরী নিঝুমপুরী চারিদিকে সব বন্ধ,
কোলাকুলি গেছে কবেই ছুটে মনে মনে আজ সন্দ।
ঘরের মধ্যে কুঠুরিতে আজ সৃষ্টি রয়েছে বন্দী,
অসুবিধার সাথে হাত মিলিয়ে সকলে করেছে সন্ধি।
আমি আমিভাব হয়েছে বিলীন আমরাকে আজ চিনেছে
আতঙ্ক সমস্যায় সকলে তবু কিছুতো পেয়েছে,
দিন রাতের ঘাম পায়ে ফেলে আজ চলছে প্রতিষেধকের কাজ
বেশি দেরি হলে এ পৃথিবীর মাথায় পড়বে বাজ।
বন্দী নগরী নাগপাশে আজ ঠিক যেন প্রাচীন মথুরা নগরী
কংসরাজের আকার নিয়েছে করোনার রূপে লহরী,
সকলে মিলে পেরোবে বাধা নতুন সূর্য উঠবে
বাতায়ন খুলে মুক্ত বাতাসে ঠিকইএকদিন ছুটবে।