গুরুদেব
গুরুদেব
কবিতার আছে দেশ
নাম তার গীতাঞ্জলি,
সেই দেশের রাজা রবি
লহ মর অঞ্জলী।
ছড়া, আধুনিক, নাটক, গল্প
হরেক রকম মজা
আসছে রবি-র জন্মদিন
সবাই বাজনা বাজা।
যদিও জীবন স্তব্ধ এখন
বাজে বিষাদের ব্যথা,
কবির গানে ফিরবে, ওরে,
ওখানেই আছে জীবন জয়ের কথা।
গানের আগুন পরশ করে
পূণ্য কর প্রাণ,
তবেই আবার সঠিক সুরে
বাজবে জীবনের তান।