বই দিবস
বই দিবস
1 min
895
বই আমাদের বন্ধু তুমি
বই আমাদের সখা,
লকডাউনেও তোমায় ছাড়া
যায় না কভু থাকা।
তুমি আছ মনের মাঝে
হৃদয় বীণা তাইতো সাজে
তোমার আমার গহীন হৃদয়
একই মালায় গাঁথা,
কোথায় যেন তুমি আমি
গাঁটছড়াতে বাঁধা।