শুধু একটু বৃষ্টি দেখব বলে
শুধু একটু বৃষ্টি দেখব বলে


মেঘের চিঠি উড়িয়ে দিলাম আকাশখামে ভরে,
নীলসীমানায় চিঠিরা সব স্বপ্ন হয়ে ওড়ে।
স্বপ্ন কিছু মাখিয়ে দিলাম অমলতাসের ডালে,
শুধু একটু বৃষ্টি দেখব বলে...
জ্যোৎস্না চাঁদের চুঁইয়ে পড়ে রাতের চরাচরে,
আকাশমাণিক জ্বালল জ্যোতি শুকনো চোখের
পাড়ে।
চোখের কাজল মাখিয়ে দিলাম চাঁদের জ্যোতির
আলে,
শুধু একটু বৃষ্টি দেখব বলে...
চাতকের সুর মিশিয়ে দিলাম অভিমানের সুরে,
চাপা আবেগের বাঁধটি ভেঙে ভাসাই মেঘের 'পরে
মনকেমনের ভেজা বাতাসকে দিই উড়ো চিঠি
খুলে,
শুধু একটু বৃষ্টি দেখব বলে...
বোজা চোখ বেয়ে কাঁপা অধরের পথটুকু করি
পার,
হৃদয়ে শতেক স্বপ্ন জ্বালে নতুন অঙ্গীকার।
অবাধ আবেগকে প্রশ্রয় দিই তোর সজল চোখের
কোলে,
শুধু একটু বৃষ্টি দেখব বলে....