শুভ দীপাবলি
শুভ দীপাবলি
মা'
সব নাকি তোর কৃপার ফসল
আমরা তুলি ঘরে ঘরে ,
তবে কেন মোর দু'চোখের জল ;
পড়ে না তোর চরণ 'পরে !
বক্ষ ভিজে চোখের জলে,
কোলে নিতে আসবি বলে,
ঘড়ির কাঁটায় সময় চলে ;
কালের স্রোতে ভাসব বলে,
কষ্ট পাই মা এ অন্তরে ।।
জানি মা তুই ছলনাময়ী ;
চণ্ড মুণ্ড কালদণ্ড জয়ী,
পাক দণ্ডে সেই রক্তক্ষয়ী,
রণে মরি এই চরাচরে ।।।
কালের বুকে কালী হয়ে,
কালাকালের সঙ্গী রয়ে,
দুঃখ কষ্ট আনিস বয়ে,
পূণ্য পাপের ভব- সায়রে ।।
