শরৎ ও দুগগা
শরৎ ও দুগগা
ঘাসের আগায় জমছে শিশির শরৎ এল ভাই
আসছে পুজো ভেবে মনে খুশির সীমা নাই।
খালি পড়ে ছিল যত শিউলি গাছের ডাল
ফুলে ফুলে ভরল যখন এল শরৎ কাল।
বৃষ্টি এখন নেই আকাশে সাদা মেঘের ভেলা
আকাশ জুড়ে করছে তারা ছুটোছুটি খেলা।
নদীর পাড়ে কাশফুলেরা শুভ্র হাসি ছড়ায়
ঢাকের আওয়াজ এলে কানে মন বসে না পড়ায়।
দিঘি ভরা জল টলটল পদ্ম শালুক ফোটে
শরৎ এল সেই খুশিতে গান গেয়ে মন ওঠে।
শরৎ এলে সবার মনে সাড়া পড়ে যায়
সবাই থাকে দুগগা মায়ের আসার অপেক্ষায়।