STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational

3  

Manik Goswami

Classics Inspirational

শিশু শ্রমিক

শিশু শ্রমিক

1 min
263


নিষ্পাপ শিশুরা বঞ্চিত শৈশবে,

ভুলেই গিয়েছে কিশলয় কলরবে;

বাধ্য হয়েছে শ্রমের বিনিময়ে,

দৈন্যের জীবনে ঘোচাতে অর্থাভাবে।

এ সমাজে শিশু শ্রম জ্বলন্ত অভিশাপ,

শুধু মেটাতে খাদ্যাভাব,

পেটের জ্বালায় শ্রম দিয়ে যায়

অর্থলোলুপ মালিক করে না মাফ।

মনের বিকাশ হয়নি পূর্ণ,

শিক্ষার খাতায় চরম শূন্য,

শিশু জীবনেই তাগিদ বেড়েছে

বাঁচার তরে চাই যে অন্ন।

কাজ করে দেয় সময় বিহীন,

শ্রমের পাল্লায় মজুরী অর্থহীন।

চরম শোষণ আর নির্যাতনের ধারায়

পুস্প কলি ধরণীতে হয় লীন। 

অন্ধকারের অতল থেকে টেনে,

আলোয় ভরা ভবিষ্যতের পানে,

সমাজ যদি দায়িত্ব নেয় মেনে,

সঠিক পথের দিয়ে যাবে সন্ধানে।

সার্বজনীন শিক্ষার সাথে সাথে,

দারিদ্র দূরীকরণের সদিচ্ছায় মেতে,

বেকারত্বের কাঁটার জ্বালা স্তিমিত করে দিতে,

বর্তমানের শিশুই আনবে সম্যক ভবিষ্যতে। 


Rate this content
Log in

Similar bengali poem from Classics