STORYMIRROR

Sudeepa Mondal

Abstract Inspirational Others

3  

Sudeepa Mondal

Abstract Inspirational Others

শিকার ও স্বীকার

শিকার ও স্বীকার

1 min
234


মানটা নিয়ে করি বড়াই

হুশটা ফেলি জলে,

"মানুষ" নামের জীব মোরা

সবাই তাই বলে।


বাঘের মতো শিকার করি

সন্ধানে তাই থাকি,

নরম মাটি পেলে মোরা

আঁচর কেটে রাখি।


প্রভূ পদে লড়াই সদাই

চলছে মনের মঝে,

বশ করতে শিকারকে তাই

ব্যস্ত নানান কাজে।


উচ্চশ্রেণীর জীব আমরা

পাই বদ্যানতায় লজ্জা,

মুখের বুলি মিষ্টি অতি,

মনে অস্ত্রসজ্জা।


প্রেমের মঝেও রয়েছে কেমন 

এই দুয়ের লড়াই,

স্বীকার হেরে পিছু হাটলে

শিকার করে বড়াই।


ভালোবেসে স্বীকার করে

কেউ হলো যখন বশ

অবুঝ মনটা শিকার করে

কাঁড়লে তার রস।।


শিকার করে জয়ী হতে

চায় তো সবার মন,

স্বীকার করে পাশে থাকার

আজ নেইতো মানুষজন।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract