STORYMIRROR

Sudeepa Mondal

Inspirational Others

3  

Sudeepa Mondal

Inspirational Others

বীর সৈনিক নেতাজী

বীর সৈনিক নেতাজী

1 min
185


ভারত আমার,ভারত তোমার,আমাদের ভারতবর্ষ

এই নামেই দুঃখ মেটে,মেলে প্রানের হর্ষ।


পরাধীনতার শৃঙ্খলে তুমি কাটিয়েছো শত রাত,

বীর সন্তানেরা তোমার রক্ষক করেছে শেষে বাজীমাত।


সুভাষ তোমার দামাল ছেলে, এক দেশ প্রেমিক, ভক্ত 

ভয়কে জয় করেছিল দিয়ে ধমনীর উদ্ধত রক্ত।


স্বাধীনতা কাম্য ছিলো তাই নিলেন কন্টক পথ,

রক্তের বিনিময়ই আসবে স্বাধীনতা,ছিল এটাই মত।


তাই, তাঁর জয়রথ ছুটলো পথে, দেশ হতে দেশান্তরে,

নর-নারী যত ছুটে এলো সব, নিয়ে প্রেম অন্তরে।


গর্জে ওঠলো আজাদ বাহিনী, আনবেই স্বাধীনতা 

দেহের প্রতিটি রক্তে মোছাবে দেশ-মায়ের সব দীনতা।


ন্যায় নীতিটাই পুঁজি ছিলো আর বজ্রকঠিন পণ,

"দিল্লী চলো" হুংকারে তাই কেঁপেছিলো তিন ভূবন।


"কদম সে কদম বাড়ায়ে, অর খুশী কি গীত গ্যায়ে,

শ্যিখায়ে হামকো নেতাজী  হাজারো লাখো রাহে"।


পাহাড় -মরু- সমুদ্র যেখানে মেনেছে হার শতবার,

আজাদ বাহিনী এগিয়ে চলেছে নিয়ে তার জয়কার।


তবুও তোমাকে থামতে হলো রুদ্ধ হলো দ্বার,

নির্বোধ মোরা হিসাব করি আর আজ করি হাহাকার।


হে যুগবতার দাও তব ক্ষমা এসো ফিরে আরবার,

স্বাধীনতার মানে বুঝিয়ে দিয়ে করো মঙ্গল সবার।।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational