অনড়-অন্য ভালোবাসা
অনড়-অন্য ভালোবাসা
রয়ে গেলো দূরে...
নিরবতা নিয়ে অন্য ভালোবাসার সুরে
পাঠভাঙা আবেগের নেই বাড়াবাড়ি
কথারা যেন অভিমানী
তাই করেছে আড়ি।
চাওয়া -পাওয়ার নেই সেথায় কোনো হিসেব
চুপকথারাও স্বপ্ন দেখায়, শীতল যেথায় আবেগ।
তবুও এভাবেও ভালোবাসা বেঁচে রয়
দূরত্বের বেড়াজাল পেরিয়ে নীরব শব্দগুলো
হাজার,হাজার কথা কয়।
মন বলে দূরে আছি ভূলে গিয়ে স্মৃতি
সব দূরে যাওয়া তবু হয় না প্রেমের ইতি।।