STORYMIRROR

Sudeepa Mondal

Classics Inspirational

3  

Sudeepa Mondal

Classics Inspirational

খোলা চিঠি- স্বাধীনতা

খোলা চিঠি- স্বাধীনতা

1 min
418


" স্বাধীনতা", কেমন আছো তুমি?

দেহে,মনে কি বার্ধক্যের ছাপ,লিখছি তোমায় চিঠি।

পেয়েছি তোমায় জন্ম থেকেই স্হানে,কালে, কথোকথায়

ইচ্ছে নদীর ডুব সাঁতারে যাচ্ছি,মন চেয়েছে যেথায়।


আমি,ভালো আছি স্বাধীনতা,নিয়ে খোলা মনের সুখ

মাঝে,মাঝে অন্ধকারে জাগে,লালসার কঠিন অসুখ।

আছে স্বাধীনতা অন্দরে,অন্তরে বাইরের বেড়াজালে পরাধীনতা

সুযোগ পেলেই কামাতুর হাতে নগ্ন হয় আমাদের স্বাধীনতা।


আমি ভালো আছি স্বাধীনতা,খোলা মন,খোলা দেশ,খোলা আবেগযন্ত্,

রাজা,প্রজা সবাই স্বাধীন, মরছে মানবতন্ত্র।


ভালো আছি স্বাধীনতা,নিয়ে ছোট,বড়ো কিছু সুখ

নিজের জোরে দাঁড়াতে গেলে পিছন থেকেই আসে চরম দুখ।


ভালো আছি স্বাধীনতা,নিয়ে কিছু নীতিহীনতার জ্বালা

রংবদল,দলবদল সবই এখন সুযোগ সন্ধানীর খেলা।


আমি ভালো আছি স্বধীনতা মুছে দিয়ে সুপ্ত বিবেক

ভালোবাসা এখন স্বার্থে চলে আত্মীয়তা এখন সাবেক।

আমি ভালো আছি স্বাধীনতা,দিন, মাস,বছর পেরিয়ে 

তুমি কি খুশি ভারততীর্থে সব স্বাধীনতাটুকু বিলিয়ে??


Rate this content
Log in

Similar bengali poem from Classics