মা
মা
এই পৃথিবীর সুন্দরতম শব্দটি হল 'মা'।
ন-মাসের গর্ভ যন্ত্রণা যে হাসি মুখে সয়,
নিজের মুখের অন্নটুকু পরিবারের বিলোয়,
নিস্বার্থ,আপনভোলা,পৃথিবীর ভগবান,
তাকেই বোধহয়, একমাত্র 'মা' বলে ডাকা যায়।
দেখেছো কি তাকে?
দিন-রাতের পরিশ্রমে যে ক্লান্ত মটেই নয়,
নিজেকে ভুলে তোমার জন্য,
লক্ষ্য সংগ্রামকে, বুক পেতে করে জয়।
ভালোবাসার প্রতিমূর্তি,যে স্নেহের আধার,
দশভাগে,দশভূজা নারী তিনি,
তাঁকেই বুঝি 'মা' বলতে হয়।।
তবুও বিবর্ণ আজ সেই জননীর মুখ,
পরিবার বন্ধ করেছে তার 'পাওনা সুখ',
খাদ্য,বস্ত্র,আশ্রয়ের অধিকার নিয়েছে কেড়ে,
দুর্বল হয়েছে শরীর, তাই মা, আজ যায় হেরে।
করছো তো নানান নামে মায়ের পুজোর আয়োজন,
ঘরের মায়ের বেলায় শুধু মনটার বিভাজন,
ব্যস্ত তাঁর সন্তানরা,নেই তো সময় আজ,
মা থাকে তাই বৃদ্ধাশ্রমে,মনে নেই তো কোনো লাজ।
নোনা জলে মায়ের চিবুক ভেজে তাই রাত-দিন,
করছে তবুও ক্ষমা তোমায়,তাঁর রাগটাও বিলীন।
পারলে তোমার হাতটি দিয়ে ধরো শীর্ণ দুটি হাত,
দুধে-ভাতে কাটবে তবেই প্রতিটি মায়ের রাত।।
