মাঝে মাঝে
মাঝে মাঝে
মাঝে মাঝে কথারা যায় হারিয়ে
দূরে,বহুদূরে সীমানা ছাড়িয়ে।
শব্দগুলো হয়ে গিয়ে স্তব্ধ
আবেগের গতিপথ করে রুদ্ধ।
মাঝে,মাঝে নামে আঁধার
যন্ত্রনা আর কান্নায় মনের মাটি ভিজে একাকার।
ইচ্ছেরা অভিমান করে নেয় ছুটি
ভালোবাসা হারায় তার উচ্ছল প্রানটি।
মাঝে,মাঝে মনের অতলে চাপা পরে ভালোবাসা
সন্মুখে শুধু ভুল বোঝাবুঝি আর হতাশা।
মান-অভিমান,অহংটুকু হয়ে যায় দামি
সব হারিয়ে মনের ঘরে নিঃসঙ্গ একা তুমি।
মাঝে,মাঝে দীর্ঘশ্বাসের হয় না শেষ
নিস্তব্ধতা অব্যক্ত কথার ছলে রেখে যায় তার রেশ।
ধোঁয়াশায় পথে হেঁটে মন খোঁজে আলোর দিশা
নিঃসঙ্গতায় হারিয়ে গিয়ে মেলে শুধু হতাশা।
তবুও অবুঝ মন হেরে গিয়েও ভালোবাসে
নতুন স্বপ্ন নিয়ে আবার প্রান খুলে হাসে।
প্রতিবারই সে চায় তোমাতে হারিয়ে যেতে
ভুলে যন্ত্রণাটুকু নতুন সুখেতে ওঠে মেতে।
মাঝে, মাঝে জীবনকে দিও কিছু সময়
পাথরেও ফোটে ফুল যদি দাও সবটুকু সঞ্চয়।।
