মৌনতা
মৌনতা
কতটা যন্ত্রণা পেলে বলা যায় বন্ধু, তোমাকে ভালোবাসি...
জানা নেই।
কতটা রক্তপাত ঘটলে বলা যায়, আমি আঘাত পেয়েছি,
তা দেখি নি।
কতটা বিদ্রুপ করলে ভাঙা যায় অপরের,
তার ভাষা নেই।
কৌশলে কি করে আড়াল করা চোখের নোনতা জল
শেখা হয়নি।
অবহেলায় কিভাবে টুকরো করতে হয় গচ্ছিত প্রতিশ্রুতি,
সাহস নেই।
হৃদযন্ত্রে অবিরাম চাবুকের আঘাত
এর থামার শেষ নেই।
আজ আমার নেই কিছুই
তাই অতীত স্মৃতির আনাগোনা পিছু পিছু,
দেখাতে পারি আমার ক্ষতবীক্ষত মন
ফিরবে তুমি এ আশায় একদিন ছিলাম প্রতিক্ষণ।
ভাঙতে চাওনি তুমি দুজনের মাঝের নিরবতা,
মিথ্যে ছিলো দুজনের মাঝের সব কথা।
আজ দুজনার দুটি পথ দুদিকে গেছে
বেঁকে,
বিদায় বেলায় ভাঙা এক মন শুধু গেলে রেখে।
কেমন করে ভুলবো সেসব রঙিন স্মৃতি,
ভাঙা মন জোড়া দেবার আছে কি কোনো নীতি?
হিসেবের গড়মিল ছিল হয়ত শুরুর থেকে শেষ,
মান ভাঙিয়ে অভিমানটুকু রেখে গিয়েছিল তার রেশ।
প্রতিশ্রুতি হাজার ছিলো, ছিলো না রাখার দায়,
সময়ের সাথে সব ফিকে হয়, 'ভালোবাসা ' আজ বিকোয়।
অবুঝ মনটা বুঝে নেয় সবই, এতো সময়ের কারচুপি,
শেষ থেকে শুরুর অন্য লড়াইয়ের আবার ইচ্ছার দেয় উঁকি।
আর ভুল নয়, আকাশ ছোঁয়ার সামনে রঙিন স্বপ্ন,
অতীতকে ফেলে এগিয়ে যাওয়ার এ এক নতুন গল্প।
এ গল্পেও আছে প্রেমিক-প্রেমিকা,যারা বিশ্বাসের হাত ধরে,
ভাঙবে তারাই ,যারা মন নিয়ে রোজ,রোজ সওদা করে।।