STORYMIRROR

Manik Goswami

Romance Others

3  

Manik Goswami

Romance Others

সেই তো কাছে এলে

সেই তো কাছে এলে

1 min
200


কতবার আমি ডেকেছি তোমায়

স্কুলের পথে যেতে,

চাতক পাখির তৃষ্ণা বেড়েছে

তোমার অপেক্ষাতে ।

কত যুগ ধরে দাঁড়িয়ে ছিলাম

তোমার চলার পথে,

দেখেছি তোমার চোখেতে আগুন,

অবহেলা ছিল সাথে।

পড়তে চাও নি চোখের ভাষা,

পড়োনি মনের কথা ,

অবজ্ঞার মনোভাব রেখে

দিয়ে গেছো প্রাণে ব্যথা। 

প্রথম দেখতে হৃদয়ের প্রেম

বিলিয়ে দিয়েছি তোমায়,

বুঝতে পারিনি ভুল কি করেছি,

ভালোবাসতে তো চাই।

আবেগ ছড়িয়ে হৃদয় দুয়ারে

আঘাত করিনি কভু,

অনিদ্রার রাত কেটে গেছে

প্রেমের সাগরে, তবু

উথাল হাওয়ায় প্রাণের তরী 

ভাসিয়েছিলাম যখন,

প্রত্যাখ্যানে প্রেমের সমাধি

কাঁদিয়েছিল মন


আজকে এমন বাদল দিনে

অবাক করলে মোরে,

চোখের কোণের অশ্রুধারায়

নিভলো আগুন ধীরে।

হাত দুখানি জড়িয়ে হাতে

অপরাধী মুখ নিয়ে,

ভুল করেছো স্বীকার করে

সরিয়েছো সংশয়ে।

অপেক্ষাতেই ছিলাম আমি,

একদিন মনোভাবে,

পরিবর্তন এনেই তুমি

আমার পাশেই রবে।



साहित्याला गुण द्या
लॉग इन

Similar bengali poem from Romance