STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational

3  

Manik Goswami

Classics Inspirational

স্বপ্নের স্বাধীনতা

স্বপ্নের স্বাধীনতা

1 min
212


পরাধীনতার গোপন কপাট একদিন হলো ছিন্ন,

সংগ্রামের মন্ত্রবলে ভিনদেশী রাজা বিপন্ন।

টুটে গেলো বেঁধে রাখা সুদৃঢ় শৃঙ্খল,

বাঁধন মুক্ত, শোষণ মুক্ত, জন গোষ্ঠীর মঙ্গল।

অত্যাচারীর পদতলে নত কোটি মাথা,

দৃপ্ত কণ্ঠে উচ্চারিল স্বপ্নের স্বাধীনতা।

স্বাধীন করতে দেশের মাটি শহীদ হয়েছেন যারা,

অন্তহীন সুখের ইচ্ছে করেছিলেন তারা।

অনুভূতিতে চেয়েছেন সুখী স্বাধীনতার স্বাদ,

ভবিষ্যৎ প্রজন্মে যেন না গোনে প্রমাদ।

সবাই যেন থাকে সুখে, শান্তি প্রতি ঘরে,

জনতা যেন শৃঙ্খলা মেনে এগিয়ে চলতে পারে।

সঠিক পথের দিকনির্দেশে অপারগ প্রতিনিধি,

লোভ বাড়িয়ে স্বার্থসিদ্ধির বিভাজনী রাজনীতি।

জাতির মেরুদন্ড ভাঙার দুঃসহ পরিনাম,

ভায়ে ভায়ে লড়াইয়ে মেতে কুড়িয়েছে বদনাম।

চরিত্র গড়ে ওঠেনি বলেই লোলুপতা গেছে বেড়ে,

মায়ের, বোনের সম্মান হানির খবর আঘাত করে।

এমন তরো স্বাধীনতা দেশের ছিল না কাম্য,

মানসিকতার পরিবর্তনই হোক না জীবন ধর্ম।


Rate this content
Log in

Similar bengali poem from Classics