STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational

3  

Manik Goswami

Classics Inspirational

স্বাধীনতা

স্বাধীনতা

1 min
206

রক্তে রাঙা দিন পেরিয়ে

     আলোর স্নিগ্ধ দ্যুতি,

স্বাধীন প্রাণের উজল চোখে

     সততারই জ্যোতি ।

স্বাধীনতা পেয়েছি মোরা

  দেশের বিকাশ হবে,

স্বাধীনচেতা মানুষ এবার

  বাঁচার সাহস পাবে। 

অধীনতার কলঙ্ক বড়

     পীড়াদায়ক গ্লানি,

স্বাধীনতা স্বপ্ন জাগায়

     নতুন প্রভাত আনি ।


ক্ষমতা পেয়েই মানুষ কেমন

  পাল্টে গিয়েছে মনে,

ভ্রাতৃভাবের বুলি আওড়িয়ে

  পেছনে আঘাত হানে। 

শাসনের নামে শোষণ করে

     দমিয়ে রাখার নেশা,

বেরিয়ে আসো বেড়াজাল ভেঙে,

     রাখো এগোনোর আশা ।

ঘাম ঝরিয়ে, রক্তে ভাসায়ে

     তোমার অতীত কাল;

এনে দিয়েছে সুখের স্বর্গ

     মেনে চলো চিরকাল ।

ভুলে হানাহানি সদ্ভাবে থাকো

     দেখবে হবে না ক্ষয়,

 বিশ্বমাঝারে দেশকে গড়ো,

     পাবে সত্যিকারের জয়।


Rate this content
Log in

Similar bengali poem from Classics